তিরুবন্তপুরম, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা পরাজয় মেনে নিয়েছে, তাই আমাকে গালি দিচ্ছে, মঙ্গলবার এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরলের তিরুবনন্তপুরমের কেন্দ্রীয় স্টেডিয়ামে বিজেপি রাজ্য ইউনিটের পদযাত্রার সমাপনী অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন প্রধানমন্ত্রী।
কেরলের তিরুবনন্তপুরমের কেন্দ্রীয় স্টেডিয়ামে বিজেপি রাজ্য ইউনিটের পদযাত্রার সমাপনী অনুষ্ঠানে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা এবং প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীরা তাঁদের পরাজয় মেনে নিয়েছে, তাই তাঁরা আমাকে গালি দিচ্ছে। তিনি দাবি করেন, দেশের উন্নয়নে বিরোধীদের কোনও রোডম্যাপ নেই। তিনি জানান, কেরলে আসা এবং কেরলের মানুষের ভালবাসা এবং আশীর্বাদের মধ্যে বসবাস করা সবসময়ই আনন্দের।
তিনি কেরলের ভোটারদের থেকে আশীর্বাদ প্রার্থনা করেন যাতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি দ্বিগুণ আসন নিয়ে জয়ী হয়। কেরল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে দুই অঙ্কের আসন নিয়ে জিততে সক্ষম করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ ৪০০টি আসন নিয়ে আবির্ভূত হবে বলে একটি বিশ্বাস তাঁদের মধ্যে রয়েছে। মোদী জানান, কেরলের মানুষ নেতিবাচকতার রাজনীতিকে ঘৃণা করে এবং ভারতকে পরিবর্তন করতে বিজেপির এজেন্ডাকে সাহায্য করবে। বিজেপি যে সমর্থন পাচ্ছে সেটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ৩৭০টি আসন নিয়ে জিততে চলেছে। কংগ্রেস, এলডিএফ এবং ইউডিএফকে এদিন তীব্র নিশানা করেন প্রধানমন্ত্রী। মোদী এদিন আরও বলেন যে তাঁরা (কংগ্রেস এবং বাম) কেরলে একে অপরের শত্রু, যদিও রাজ্যের বাইরে তারা চিরকালের সেরা বন্ধু।