পঞ্জাবের ১৪টি এবং রাজস্থানের ২টি স্থানে অভিযান এনআইএ-এর

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) মঙ্গলবার পঞ্জাবের ১৪টি স্থানে এবং রাজস্থানের ২টি স্থানে অভিযান চালায়।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, খালিস্তান এবং সংগঠিত অপরাধীদের মধ্যে যে জোট তৈরি হয়েছে। সেই জোটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে তদন্ত চলছিল তারই অংশ হিসাবে এদিন এই অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনের ঠিকানায় তল্লাশি চালানো হয়। খালিস্তানি উগ্রপন্থা আবারও পঞ্জাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই অভিযানের ফলে গুরুত্বপূর্ণ বহু নথিও উদ্ধার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-দল।