হিন্দু যুবক‌কে বি‌য়ে মুস‌লিম যুব‌তীর

রামকৃষ্ণনগর (অসম), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ছিলেন আমিনা, ধর্ম প‌রিবর্তন ক‌রে নাম হয়েছে অনিমা। সেই আমিনা নামের এক মুস‌লিম যুব‌তী বিয়ে করেছেন জনৈক হিন্দু যুবক‌ বিশ্ব‌জিৎকে। ঘটনা করিমগঞ্জ জেলার অন্তর্গত রামকৃষ্ণনগরের।

জানা গেছে, বিশ্বজিৎ চন্দ নামের এক যুবকের আমিনা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক দীর্ঘ সাত বছরের। কিন্তু কোনওভাবেই এই প্রেমিকযুগল গাঁটছড়া বাঁধতে পারছিলেন না। বাধ সাধছিল ধর্ম। অবশেষে গাঁটছড়া বেঁধেছেন আমিনা ও বিশ্ব‌জিৎ। ইসলাম ধৰ্ম ত্যাগ করে আমিনা নাম বদল করে অনিমা স্বামী হিসেবে গ্রহণ করেছেন বিশ্বজিৎ চন্দকে।

মঙ্গলবার এক অনুষ্ঠা‌নে হিন্দু ধর্মের বৈদিক মন্ত্রোচ্চারণ ও রীতিনী‌তির মাধ্যমে বি‌য়ের পর্ব সমাপন করেন নবদম্পতি। বিয়ের অনুষ্ঠা‌নে এলাকার বি‌শিষ্টজ‌নেরা উপ‌স্থিত থে‌কে নববধূ ও বর‌কে আর্শীর্বাদও ক‌রেছেন।