ব্যবসায়ীদের কোটি টাকা নিয়ে চম্পট দিল এক ব্যাংক কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: ব্যবসায়ীদের জমানো টাকা নিয়ে চম্পট দিলেন এক ব্যক্তি। কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যাঙ্কের এজেন্ট-এর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম পিযুষ দত্ত। স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের এজেন্ট। আজ পীযুষ দত্ত ও স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের নামে পশ্চিম থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

ঘটনার বিবরণে জানা গেছে, স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের এজেন্ট পীযুষ দত্ত হকার্স কর্ণার রোডের বহু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছেন বিভিন্ন স্কিমে ব্যাংকে রাখার জন্য। তবে সেই টাকা গুলি ব্যাংক এ না রেখেই সে চম্পট দিয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাই  তার বিরুদ্ধে মঙ্গলবার পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত মুলে এই ঘটনার স্থায়ী সমাধান করুক দাবি ব্যবসায়ীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *