আগরতলা, ২৬ ফেব্রুয়ারি : শহরের আর এম এস চৌমুহনীতে অবস্থিত কেক প্লাজা নামে বেকারিতে অভিযান চালিয়েছে খাদ্য দপ্তর। অভিযানে নেমে ব্যাপক অনিয়মের জন্য দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আজ এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন জনৈক খাদ্য দপ্তরের আধিকারিক।
জনৈক আধিকারিক জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে রাজধানীর ‘কেক প্লাজা’ দোকানের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করার অভিযোগ উঠেছিল। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে খাদ্য দফতর। অভিযান কালে প্রচুর মেয়াদ উত্তীর্ণ খাওয়ার সামগ্রী, ছত্রাক পরে যাওয়া কেক,প্যাকেট জাতীয় খাওয়ার সামগ্রীতে ছত্রাক, ইত্যাদি নানা অসংগতি পাওয়া গিয়েছে।

