ভারতের নারী শক্তি প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির নতুন উচ্চতা স্পর্শ করছে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের নারী শক্তি প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির নতুন উচ্চতা স্পর্শ করছে। রবিবার ১১০-তম মন-কি-বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “কয়েকদিন পরই ৮ মার্চ, আমরা নারী দিবস উদযাপন করব। এই বিশেষ দিনটি দেশের উন্নয়ন যাত্রায় নারী শক্তির অবদানকে অভিনন্দন জানানোর একটি সুযোগ। মহান কবি ভারথিয়ার জি বলেছেন, পৃথিবী তখনই সমৃদ্ধ হবে যখন নারীরা সমান সুযোগ পাবে।’

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কয়েক বছর আগে কে ভেবেছিল আমাদের দেশে গ্রামে বসবাসকারী মহিলারাও ড্রোন ওড়াবেন। কিন্তু এখন তা সম্ভব হচ্ছে। এখন প্রতিটি গ্রামে ড্রোন দিদি নিয়ে এত আলোচনা, ‘নমো ড্রোন দিদি, নমো ড্রোন দিদি’ সবার মুখে মুখে।”