নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ ফেব্রুয়ারি: গাড়ির সমস্যায় জর্জরিত তার উপর নিজেদের মধ্যে মনোমালিন্য ধর্মনগরের অগ্নি নির্বাপক দপ্তরের কাজকর্ম লাটে ওঠার উপক্রম দেখা দিয়েছে।
গাড়ির সংখ্যা কম থাকায় বিভিন্ন সময় ধর্মনগরের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দিশেহারা তার উগর নিজেদের মধ্যে মনোমালিন্য দপ্তরের ভেতরের পরিবেশকে বিষিয়ে তুলেছে।
ঘটনার বিবরণে জানা যায় সিদ্ধার্থশঙ্কর ধর এবং সঞ্জু নাথ একই অফিসে কর্মরত এবং দুইজনই ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িচালক। ২২ ফেব্রুয়ারি দুপুর বেলা গাড়িকে স্টার্ট করা নিয়ে বাদী সিদ্ধার্থ শংকর ধর এবং বিবাদী সঞ্জু নাথ এর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সিদ্ধার্থ শংকর ধরের বাড়ি পানিসাগরের বিলথই গ্রাম পঞ্চায়েতে এবং সঞ্জীনাথের বাড়ি কাঞ্চনপুর মহকুমার সাতনালা এলাকায়।
ঝগড়া করতে করতে বিবাদী সঞ্জুনাথ সিদ্ধার্থ শংকর ধরের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ক্ষতবিক্ষত করে। অন্যান্য কর্মীরা সিদ্ধার্থ শংকর ধরকে সঞ্জনাথের হাত থেকে ছুঁটিয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিদ্ধার্থশঙ্কর ধরের সিটি স্ক্যান করে এবং এক্সরে করে।
হাসপাতাল থেকে এসে সিদ্ধার্ত সংকর ধর ধর্মনগর থানায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এবং শারীরিকভাবে কর্তব্যরত অবস্থায় তার উপর আক্রমণ করা হয়েছে অভিযোগ জানিয়ে এবং সুষ্ঠু বিচার চেয়ে ধর্মনগর থানায় মামলা দায়ের করে। ধর্মনগর থানার পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার না করলেও অগ্নি নির্বাপক দপ্তরের ভেতরে কর্মীদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে এবং স্তব্ধতা বিরাজ করছে।