জলের বিল ইস্যুতে বিক্ষোভ-প্রতিবাদ এএপি-র, কেজরিওয়ালের তোপ বিজেপির বিরুদ্ধে

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): জলের বিলের প্রতিবাদে রবিবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করল আম আদমি পার্টি (এএপি)। রবিবারের এই বিক্ষোভ কর্মসূচি থেকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “দিল্লি জল বোর্ড প্রকল্পটি পাস করেছে। এখন এই প্রকল্পটি মন্ত্রিসভায় পাস করতে হবে। বিজেপি দিল্লির উপ-রাজ্যপালকে এই প্রকল্প বন্ধ করতে বলেছে। অফিসারদের হুমকি দেওয়া হয়েছে, তাঁরা কান্নাকাটি করছে…যখন সৌরভ ভরদ্বাজ এবং অতিশী অফিসারদের ডেকে জিজ্ঞাসা করলেন, কেন তারা বিল আনছেন না, অফিসাররা বলেছেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছে, এই প্রকল্পটি মন্ত্রিসভায় এলে তাদের সাসপেন্ড করা হবে। মনীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন যেমন জেলে, আপনারা ইডি, সিবিআই-এর মিথ্যা মামলা করে অফিসারদেরও জেলে ঢোকাবেন।”

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কেজরিওয়াল আরও বলেছেন, তাঁরা (বিজেপি) দিল্লিতে স্কুল ও হাসপাতাল নির্মাণ বন্ধ করার চেষ্টা করেছিল। তাঁরা চায় না গরিবদের সন্তানরা সমান শিক্ষা লাভ করুক…শুধু আমি জানি, আমি কীভাবে দিল্লিতে সরকার চালাচ্ছি, এ জন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত।” দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, “জনগণ নিজেদের মুখ্যমন্ত্রীকে বেছে নিয়েছে এবং মুখ্যমন্ত্রী যদি মানুষের কল্যাণের জন্য কিছু পরিকল্পনা নিয়ে আসছেন, তাতে হস্তক্ষেপ করছে বিজেপি, কেন উপ-রাজ্যপাল হস্তক্ষেপ করছেন?”