নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে এবার সপ্তম সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার কেজরিওয়ালকে আগামী ২৬ ফেব্রুয়ারি, সোমবার হাজিরার নির্দেশ পাঠানো হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় হাজিরা দেওয়ার জন্য আগামী সোমবার কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে ইডি।
এর আগে কেজরিওয়ালকে ষষ্ঠবার ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু একবারও তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেননি। উল্টে ইডি-এ পাঠানো সমনকে বেআইনি আখ্যা দিয়েছিলেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেজরিওয়ালকে সপ্তম সমন পাঠাল ইডি। এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল অথবা তাঁর দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

