জম্মু, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : কাশ্মীরে সন্ত্রাসের ঘটনা এখন ৭৫ শতাংশ কমেছে, পাথর নিক্ষেপের ঘটনাও এখন ইতিহাস। দাবি করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। মনোজ সিনহা বলেছেন, জম্মু ও কাশ্মীরে এখন সারা বছরই বাজার, স্কুল ও বিশ্ববিদ্যালয় খোলা থাকে। মঙ্গলবার জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, প্রধানমন্ত্রীর দৃঢ় রাজনৈতিক ইচ্ছার কারণে,২০১৯ সালের ৫ আগস্ট একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা জম্মু ও কাশ্মীরকে সাত দশকের দুর্ভোগ, অবিচার, বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ এবং দুর্নীতি থেকে মুক্ত করেছিল। সেই সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীরকে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের একটি নতুন রোল মডেলে পরিণত করেছে। এখন প্রধানমন্ত্রী মোদী ৩২,২৪৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।