সুপ্রিম কোর্টে স্বস্তি পেল পশ্চিমবঙ্গ সরকার, লোকসভার সচিবালয়কে নোটিশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল পশ্চিমবঙ্গ সরকার। সন্দেশখালিকাণ্ডের আবহে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা-সহ পাঁচ প্রশাসনিক কর্তাকে ডেকে পাঠিয়েছিল লোকসভার এথিক্স কমিটি। এথিক্স কমিটির পাঠানো নোটিশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। এ বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সংসদের এথিক্স কমিটির পাঠানো সমনের প্রেক্ষিতে সোমবার লোকসভা সচিবালয় ও অন্যদের নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে পরবর্তী কার্য্ক্রম স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আবেদনকারীদের হয়ে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেছেন, “রাজনৈতিক কর্মকাণ্ড বিশেষাধিকারের অংশ হতে পারে না।” সংসদীয় এথিক্স কমিটির তলবের বিরুদ্ধে সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যসচিব। সোমবার বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী কপিল সিব্বল। আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিও বিষয়টিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার পরেই স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যসচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান এবং বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করা হয়েছিল। ১৯ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় কমিটির সদস্যদের মুখোমুখি হতে বলা হয়েছিল তাঁদের। তার আগেই সকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মুখ্যসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *