গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ : সুদীপ রায় বর্মন

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: এক ব্যক্তির শাসন ব্যবস্থার কায়েম রয়েছে দেশে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ। রবিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার সাতটি ব্লকের সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের নিয়ে হয় এই সভা। 

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন সাংগঠনিক রনকৌশল এবং আগামী দিনে কংগ্রেস দলের সংগঠনকে আরো কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বিলোনীয়া কংগ্রেস ভবনে। 

বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, এক ব্যক্তির শাসন ব্যবস্থার কায়েম রয়েছে দেশে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ। এ সরকারের আমলে এক বংশ শতাব্দী নয়, মধ্যযুগে চলে যাচ্ছে মানুষ। যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসন্ন নির্বাচনে দেশবাসী এবং এ রাজ্যের মানুষ সঠিক সময়ে এর জবাব দেবে ভারতীয় জনতা পার্টিকে। কংগ্রেস দল প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জবরদস্ত লড়াই হবে।বর্তমান কংগ্রেস দলের অবস্থান প্রতিনিয়ত মজবুত হচ্ছে। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে মানুষ আজ দিশেহারা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপট টেনে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যে ভয়-ভীতির পরিবেশ কায়েম রয়েছে। তারপরও বিধানসভা আগে অবস্থা থেকে বর্তমানে আরো অনেক ভালো অবস্থায় রয়েছে দল। এবং দলের কর্মীদের পুনরায় লড়াই করার মানসিকতা রয়েছে। আরো বলেন, নরেন্দ্র মোদি এমন কোন কাজ করেনি যে দেশবাসী সমর্থন করবে। 

ReplyForwardAdd reaction