নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামের কাছে ভেঙে পড়ল অস্থায়ী কাঠামো। কাঠামোটি একটি অস্থায়ী প্যান্ডেল। পুলিশ জানিয়েছে, শনিবার বেলার দিকে জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ২ নম্বর গেটের কাছে অস্থায়ী কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় অন্ততপক্ষে ১০-১২ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্যান্ডেল ভেঙে পড়া প্রসঙ্গে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম প্রাঙ্গনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত এক ব্যক্তি বলেছেন, “শ্রমিকরা যখন খাবার ঘখাচ্ছিলেন তখন প্যান্ডেল ভেঙে পড়ে। কোনও ভারী প্রভাব পড়েনি।” লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান (জরুরী পরিষেবা) আসিফ আনসারি বলেছেন, “আহত ১০-১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।”

