মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু হল ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগরের। আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। সম্প্রতি দুর্ঘটনার কারণে পা ভেঙে গিয়েছিল অভিনেত্রীর। সেখানেই ফ্লুইড জমে গিয়েছিল।তিনি ভর্তি ছিলেন দিল্লির এইমসে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শনিবার সকালে তিনি প্রয়াত হন। অভিনেত্রীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ সিনেমাপ্রেমীরা।
প্রসঙ্গত, কিছুদিন আগে পা ভেঙেছিল সুহানির। তার পর থেকেই শুরু হয় সমস্যা। বেশ কিছু ওষুধ তিনি খাচ্ছিলেন। এরফলে শরীরে নানা সমস্যা তৈরি হয়। শরীরে ফ্লুইড জমে গিয়েছিল। দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল সুহানিকে। সেখানেই বেশ কয়েকদিন ধরে চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হল না। মাত্র ১৯ বছরেই প্রাণ হারাতে হল এই তরুণ অভিনেত্রীকে। ফরিদাবাদের মেয়ে সুহানি। শনিবার সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।