আগরতলা, ১৭ ফেব্রুয়ারিঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অটো চালকের। রাজধানীর মঠ চৌমুহনী এলাকা থেকে যাত্রী নিয়ে যোগেন্দ্রনগরস্থিত অটো স্ট্যান্ডে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তবে সঠিক সময়ে হাসপাতালে ময়নাতদন্ত না হওয়ায় এদিন বিক্ষোভ দেখান অটো চালকরা।
তাদের অভিযোগ ওই অটোচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তাকে সেখান থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসলে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও ময়নাতদন্ত করা হচ্ছে না। সকাল থেকে ওই মৃত অটোচালকের সহকর্মী ও পরিবারের সদস্যরা জিবি হাসপাতালে অবস্থান করলেও দ্বায়িত্বপ্রাপ্তদের কোনো হেলদোল নেই বলে অভিযোগ করেন তারা। ঘটনায় এক সময় ক্ষোভে ফেটে পরেন মৃতের আত্মীয় পরিজনেরা। এতে জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিজনেরা।

