রাজকোট, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : জুন মাসে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ভারতীয় দলের কোচ হলেন রাহুল দ্রাবিড়। রাজকোটে একথা বৃহস্পতিবার জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ। আর সেই মেগা ইভেন্টে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। জাতীয় দলের কোচ হিসেবে কাজ করবেন রাহুল দ্রাবিড়।
উল্লেখ্য, বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হয়েছিল। কিন্তু ডিসেম্বর-জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে দ্রাবিড়ই কোচ হিসেবে গিয়েছিলেন দলের সঙ্গে। সেই সময় তাঁর সঙ্গে বিসিসিআইয়ের নতুন চুক্তি হয়েছিল কিনা তা নিয়ে আলোচনা চলছিল। আলোচনার সমাপ্তি ঘটল। এদিন রাজকোটে জয় শাহ বলেন “টি-টোয়েন্টি বিশ্বকাপে রাহুলই ভারতীয় দলের কোচ।”