নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ ফেব্রুয়ারি: বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণের উদ্যোগে এবং কৈলাসহর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় কৈলাসহর প্রেসক্লাব প্রাঙ্গনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৈলাসহর মহকুমার সকল পরীক্ষার্থীদের হাতে বিনামূল্যে সাজেশন বই তুলে দেওয়া হয়েছে।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, জেলাশিক্ষা অধিকর্তা প্রশান্ত কিলিকদার, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, কৈলাসহর পুরপরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, কৈলাসহর প্রেসক্লাবের সভাপতি কৈলাসহর প্রেসক্লাবের সম্পাদক সুকান্ত চক্রবর্তী, বাংলাদেশের কুলাউরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক থেকে শুরু করে আরও অন্যান্য অতিথিরা। বুধবারের এই অনুষ্ঠানে প্রায় ৩০০জন পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বই তুলে দেওয়া হয়েছে।