আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: মেয়েদের স্বনির্ভর করে তুলার জন্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা অনেকটাই স্বনির্ভর হয়েছে। আজ মুক্তধারা অডিটোরিয়ামে “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানদের জন্য আয়োজিত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে
একথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়।
এদিনের অনুষ্ঠানটি কন্যা সন্তানের উন্নতি ও সফলতার সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের সম্মিলিত অঙ্গীকারকে তুলে ধরা হয়েছে।
এদিন শ্রী রায় বলেন, মেয়েদের আর্থিক ও সামাজিক দিক দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ত্রিপুরার নাম উজ্বল করতে হবে।