সন্দেশখালি যেতে চেয়ে হাই কোর্টে বিজেপি

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি, (হি.স.): মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার অনুমতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় বিজেপি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন দুপুরে সেই মামলার শুনানির সম্ভাবনা আছে।

সোমবার সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির বাকি বিধায়কদের গাড়ি আটকে দেয় পুলিশ। সন্দেশখালির প্রায় ৬০ কিলোমিটার আগে বাসন্তী হাইওয়েতেই বিজেপি বিধায়কদের গাড়ি আটকে দেওয়া হয়। বিজেপি বিধায়কদের অভিযোগ ছিল, ‘অবৈধ’ ভাবে আটকানো হয়েছে তাঁদের।