নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): সন্দেশখালিতে হিংসাত্মক ঘটনার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের গণহত্যার জন্য পরিচিত।
সোমবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে স্মৃতি ইরানি বলেছেন, “সন্দেশখালিতে কিছু মহিলা মিডিয়ার সামনে তাঁদের কঠোর পরিস্থিতি বর্ণনা করেছেন, তাঁরা বলেছেন তৃণমূল কংগ্রেসের গুন্ডারা প্রতিটি ঘরে সবচেয়ে সুন্দরী মহিলাকে চিহ্নিত করতে দ্বারে দ্বারে ঘুরেছে। চিহ্নিত নারীদের স্বামীদের বলা হয়, আপনি স্বামী হতে পারেন, কিন্তু এখন আপনার স্ত্রীর ওপর আপনার কোনও অধিকার নেই। তারা প্রতি রাতে নারীদের অপহরণ করত। তারা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ছাড়েনি… এই অভিযোগ তুলেছেন এই অঞ্চলের দলিত, এসটি, মৎস্যজীবী ও কৃষক সম্প্রদায়ের নারীরা।”
স্মৃতি ইরানি আরও বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের গণহত্যার জন্য পরিচিত। তিনি এখন তার পুরুষদের টিএমসি অফিসে ধর্ষিত হওয়ার জন্য অল্পবয়সী বিবাহিত হিন্দু মহিলাদের বাছাই করতে দেবেন, কে এই লোকটি যার বিরুদ্ধে সন্দেশখালির মহিলারা গণধর্ষণের অভিযোগ এনেছেন? বাঙালি হিন্দু নারীদের?… এখন পর্যন্ত সবাই ভাবছে শেখ শাহজাহান কে? এখন মমতা ব্যানার্জিকে যে প্রশ্নের উত্তর দিতে হবে তা হলো- শেখ শাহজাহান কোথায়?”

