আহমেদনগরে গাড়ি ও কন্টেইনারের সংঘর্ষে মৃত্যু ৩ জনের

মুম্বাই, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের আহমেদনগর জেলার কোপারগাঁওয়ের ধোতার গ্রামের কাছে শুক্রবার ভোর রাতে একটি কন্টেইনার এবং একটি গাড়ির মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের। দুর্ঘটনায় আহত দুইজনকে কোপারগাঁও গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার কোপারগাঁও থানার পুলিশ পরিদর্শক সন্দীপ কলি জানিয়েছেন, শুক্রবার রাতে জালনা জেলার বাসিন্দা রাহুল রাজভোজ গাড়িতে করে আহমেদনগর জেলার শিরডির দিকে যাচ্ছিলেন। হঠাৎ কোপারগাঁওয়ের ধোতর গ্রামের কাছে রাস্তার পাশে রাখা একটি কন্টেইনারের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই রাহুল রাজভোজ, উমেশ উগলে, ভৌসাহেব পাঠান মারা যান, আহত হন আরও দুজন। তিনটি দেহই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।