কলকাতা, ৯ ফেব্রুয়ারি, (হি.স.): বিধানসভায়বি জেপি বিধায়কদের দিকে তেড়ে গিয়ে স্লোগান দেওয়ার অভিযোগ এনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার বিধানসভা চত্বরে সাংবাদিক সম্মেলনের নির্দিষ্ট কক্ষে শুভেন্দুবাবু-সহ রাজ্য বিজেপি-র কয়েকজন নেতা সাংবাদিক সম্মেলন করেন। তাঁদের সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিধানসভায় তাঁর কক্ষ থেকে থেকে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। সেই সময়ে বিধানসভার উঠোনে সরকারের বিরুদ্ধে স্লোগান তুলছিলেন বিজেপি বিধায়করা।
এই অবস্থায় দেখা যায় বিধানসভার একাংশ কর্মচারী ডিএ বাড়ার আনন্দে আবির মেখে বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে স্লোগান তোলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ’।
এই ঘটনা নিয়ে এফআইআর দায়ের করেছে বিজেপি। এ ব্যাপারে শুক্রবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দুবাবু বলেন,“গতকাল গ্রুপ ডি কর্মীদের নামে তৃণমূলের ক্যাডাররা বিজেপি বিধায়কদের দিকে তেড়ে গিয়ে স্লোগান দেন। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বিধানসভার সচিবকে আমরা স্মারকলিপি দিয়েছি। সচিব যদি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা কড়া আন্দোলনে যাব”।
তিনি বলেন, “বিজেপির মহিলা বিধায়করা হেয়ার স্ট্রিট থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করতে যাবেন। এফ আই আর না নিলে আদালতে যাব। কিন্তু এর শেষ দেখে ছাড়ব”।
এ ব্যাপারে তৃণমূলের তরফে বলা হয়, “সারা দেশ বিজেপির অত্যাচারে নিরাপত্তার অভাব বোধ করছে। মুখ্যমন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান দেবে। মুখ্যমন্ত্রী যখন বাড়ি যাচ্ছেন তখন তাঁকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিচ্ছে। কিছু সরকারি কর্মী ডি এ পেয়ে মিছিল করছিলেন। এতেই যদি নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে বাড়িতে থাকা উচিত।”

