আগরতলা, ৯ ফেব্রুয়ারি : বিশালগড়ে কুখ্যাত নেশা কারবারি পুলিশের জালে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাঁর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিশালগড় এসডিএম কলোনি সংলগ্ন মুড়াবাড়ি এলাকার বাসিন্দা নিবাস দাস। সে নেশা সামগ্রী বিক্রয়ের সাথে জড়িত রয়েছে। তাঁর বিরুদ্ধে বিশালগড় থানায় এনডিপিএস মামলা দায়ের করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাঁর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।