নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার সাবজোনাল কর্মী, সিডিপিও অফিস কর্মী, অঙ্গনওয়ারী কর্মী, পশুপালন দপ্তর সহ বিভিন্ন কর্মরত কর্মচারীদের জানুয়ারী মাসের বেতন ভাতা মাসের এখনো পর্যন্ত প্রদান করা হয়নি বলে অভিযোগ। কি কারনে মাসের বেতন ভাতা এখনো প্রদান হয়নি তা কেউ বলতে পারছেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন যে ফান্ডে নাকি টাকা নেই।
মাসের ৭ তারিখ অতিক্রম হলেও এখনো অবধি বেতন ভাতা না পাওয়ায় কর্মচারীদের মধ্য ক্ষোভ দেখা দিয়েছে। এডিসিতে কর্মরত প্রত্যেক কর্মচারীদের একই অবস্হা। কবে নাগাদ বেতনভাতা পাবেন তাও কেউ বলতে পারছেন না। বাড়তি কোনো রোজগার নেই, একমাত্র বেতনের উপর নির্ভর করে যারা সংসার চালান তারা মহাবিপাকে পড়েছেন।
স্বল্প বেতন ভাতা প্রাপক অঙ্গনওয়ারী কর্মী, রাঁধুনি, যাদের এই স্বল্প বেতনের উপর নির্ভর করে সংসার চলে তাদের অবস্হা আরো বেহাল। ফলে অবিলম্বে বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি তুলেছেন কর্মীরা।