পাকিস্তানকে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন কুম্বলে, স্মরণে সেই বিশেষ দিন

কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি.স.): টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছিলেন অনিল কুম্বলে। এই অত্যাশ্চর্য ঘটনাটি ঘটেছিল ৭ ফেব্রুয়ারি, আজকের দিনেই। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এমন ঘটনা এর আগে মাত্র তিনবারই হয়েছে। যার একটি হল ১৯৯৯ সালে। ২৫ বছর আগে আজকের দিনেই(৭/২) পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল ভারত। সেই ম্যাচেই ভারতীয় কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে ১ ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন।

কুম্বলের আগে জিম লেকার ১৯৫৬ সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের ১ ইনিংসে নিয়েছিলেন ৫৩ রানে ১০ উইকেট। আর ২০২১ সালে নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল মুম্বইয়ে ভারতের বিপক্ষে নেন ১১৯ রানে ১০ উইকেট। সেবার অরুণ জেটলি স্টেডিয়ামে তৎকালীন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আয়োজিত ওই টেস্ট ম্যাচে মাত্র ৭৪ রান দিয়ে কুম্বলে পাকিস্তানের ১০ জন ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারির এই বিশেষ দিনটি।