নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : আচমকাই দিল্লি মেট্রোতে সফর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে দিল্লি মেট্রোতে সফর করে নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মেট্রোতে সফরের সময় যাত্রী স্বাচ্ছন্দ্য-সহ নানা খুঁটিনাটি বিষয়ে অবগত হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলেছেন।
দিল্লির বাসিন্দাদের দৈনন্দিন জীবনের সঙ্গী দিল্লি মেট্রোতে যাত্রা করে আনন্দ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সময় মেট্রোতে সফররত স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলেছেন রাষ্ট্রপতি