রত্নাগিরি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায় আগুন লাগল একটি চলন্ত বাসে। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় চালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ১৯ জন যাত্রী। জানা গিয়েছে, রত্নাগিরি জেলার মুম্বই-গোয়া হাইওয়ের মাহাদে সাবিত্রী নদীর উপর সেতুতে মঙ্গলবার রাতে হঠাৎ একটি চলন্ত বাসে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই চালক বাসে থাকা যাত্রীদের নিরাপদে বাস থেকে নামিয়ে প্রাণে বাঁচান। দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুম্বই-গোয়া হাইওয়েতে মঙ্গলবার রাত ১.৪৫ মিনিট নাগাদ সাবিত্রী নদীর সেতুর উপর এই দুর্ঘটনাটি ঘটে। টায়ারে হঠাৎ আগুন ধরে যায়। চালক আগুন লেগেছে বুঝতে পেরে বাস থামিয়ে যাত্রীদের ঘুম থেকে তুলে বাস থেকে নামিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই টায়ারের আগুন পুরো বাসটিকে গ্রাস করে। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

