রাজস্থানের পোখরানে সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার

যোধপুর, ৬ ফেব্রুয়ারি (হি.স.): সেনা গোয়েন্দারা রাজস্থানের পোখরান থেকে পাকিস্তানি এক গুপ্তচরকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাজস্থানের জয়সলমেরের পোখরান এলাকা থেকে ১জন সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করেছে সেনা গোয়েন্দারা। সন্দেহভাজন ব্যক্তি টার্ম ভিসায় ২০১৪ সালে তাঁর পরিবারের সঙ্গে ভারতে এসেছিল এবং বর্তমানে আর্মি ক্যান্ট এলাকায় শ্রমিক হিসাবে কাজ করছিল।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক ২০২৪ সালের জানুয়ারি থেকে আর্মি ক্যান্ট এলাকায় শ্রমিক হিসাবে কাজ করছিল। যুবক ফোনে কথা বলতে গিয়ে ধরা পড়ে। ধৃতের ফোন থেকে পাকিস্তানি নম্বর মেলে। শুধু তাই নয়, সে যে নিয়মিত পাকিস্তানি ফোন নম্বরে কথা বলতো এবং অডিও-ভিডিও কলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি লোকজনের সঙ্গে যোগাযোগ রাখতো তারও প্রমাণ মিলেছে এদিন। ধৃত যুবকের নাম মনুজি ভেল (২৪)। সে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের বাসিন্দা। তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।