আগরতলা, ৬ ফেব্রুয়ার: অবৈধভাবে চিনি পাচারকালে বিএসএফ-এর হাতে আটক ২৩ জন বাংলাদেশী পাচারকারী। তাঁদের কাছ থেকে ১২৫টি ব্যাগে মোট ৬২৫০ কেজি চিনি উদ্ধার করা হয়েছে। আজ বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত বর্ডার আউট পোস্ট সমরগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়েছিল এবং ২৩ জন বাংলাদেশী পাচারকারীকে আটক করে। তাঁদের কাছ থেকে ১২৫টি ব্যাগে মোট ৬২৫০ কেজি চিনি উদ্ধার করা হয়েছে। সাথে আটক বাংলাদেশী পাচারকারীদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ২৩ জন বাংলাদেশী পাচারকারীর মধ্যে ২২ জন ফেনী জেলার (বাংলাদেশ) সীমান্তবর্তী এলাকার বাসিন্দা এবং ০১ জন চট্টগ্রাম জেলার বাসিন্দা রয়েছেন।
সীমান্ত দিয়ে চিনি চোরাচালান বেড়েছে। ২০২৩ সালে সীমান্ত পাচারকারীদের কাছ থেকে ৫,৪৯,৯৫০ কেজি চিনি উদ্ধার করা হয়েছিল। তেমনি, ২০২৪ সালে মোট ২,১১,২১৪ কেজি এবং ১৪টি গাড়ি আটক করেছে।