পাথারকান্দি (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : উন্নয়নের নিরিখে এবারও বিজেপিকে ভোটদানের আহ্বান জানিয়েছে বিজেপির পাথারকান্দি মাইনোরিটি মোর্চা। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দলকে সংখ্যালঘুদের কাছে গ্রহণযোগ্য করতে এবং ভিত মজবুত করতে ইতিমধ্যে ময়দান চষে বেড়াচ্ছেন বিজেপির মণ্ডল থেকে বুখ কমিটির কার্যকর্তারা। এ থেকে বাদ যায়নি করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির বিজেপি মাইনোরিটি মোর্চা।
পাথারকান্দি বিধানসভা এলাকাধীন ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার লোয়াইরপোয়া মণ্ডলের সভাপতি মজির উদ্দিন জানান, গত কয়েকদিন ধরে ঘন ঘন সভা করছেন। ওইসব সভায় অভূতপূৰ্ব সাড়া মিলছে বলে জানান মজির উদ্দিন।
তিনি জানান, সোমবার লোয়াইরপোয়া ব্লকের অধীন কটামণির উত্তর তেজপুর গ্রামে স্থানীয় প্রবীণ ব্যক্তি হাজি মস্তাকিন আলির পৌরোহিত্যে মাইনোরিটি মোর্চার ডাকে এক সভা অনুষ্ঠিত হয়। সভা অতিথি বরণ ও পরিচয় পর্বের পর সভার উদ্দেশ্য ও স্বাগত বক্তব্য রাখেন নেজাম উদ্দিন।
সভায় এলাকার বিভিন্ন সমস্যার ওপর আলোকপাত করেন আইন উদ্দিন, জলাল উদ্দিন প্রমুখ। পরে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সভায় বিস্তর আলোচনা হয়। উপস্থিত ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার লোয়াইরপোয়া মণ্ডলের সভাপতি মজির উদ্দিন ও ঝেরঝেরি জিপির প্রাক্তন সভাপতি তথা মাইনোরিটি মোর্চার মণ্ডল কার্যকর্তা আব্দুল মান্নান বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প ইত্যাদির বর্ণনা করে সে সবের উপকারিতা সম্পর্কে তথ্য সংবলিত বক্তব্য পেশ করেছেন।
মজির উদ্দিন বলেন, পাথারকান্দিতে বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে চলছে বিশাল কর্মযজ্ঞ। তাই উন্নয়নের গতিকে আরও এগিয়ে নিয়ে যেতে আগামীদিনে এলাকার সংখ্যালঘু সহ মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষজনকে সম্মিলতভাবে বিজেপিকে ভোটদান করার আহ্বান জানান মজির।
গতকালের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কালাম, মইন উদ্দিন প্রমুখ। এদিন আরও একটি সভা অনুষ্ঠিত হয়েছে কটনপুরে, জানান ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার লোয়াইরপোয়া মণ্ডলের সভাপতি মজির উদ্দিন।

