জলের ট্যাঙ্কারের সাথে বাইকের সংঘর্ষে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : জলের ট্যাঙ্কারের সাথে বাইকের সংঘর্ষে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তাঁরা মা, ছেলে ও দিদিমা হন। তাঁরা গোমতী জেলায় উদয়পুর রাজনগর এলাকার বাসিন্দা ছিলেন। হৃদয়বিদারক ওই ঘটনায় উদয়পুর রাজনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, মা ও দিদিমা-কে নিয়ে বাইকে চেপে পিত্রা থেকে দ্বীপ দাস উদয়পুর রাজনগর এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাজনগর এলাকায় পৌছাতেই জলের ট্যাঙ্কারের সাথে বাইকের সংঘর্ষে তাঁরা তিনজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দ্বীপের মা মনি দাস। স্থানীয় মানুষ দুর্ঘটনার বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার ভয়াবহতা দেখে দমকলবাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা দ্বীপ দাস ও তার দিদিমা পূর্ণিমা কর্মকারের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি  হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু জিবি হাসপাতালে পৌছানোর পর চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁদের মৃত বলে ঘোষণা দেন।