রাঁচি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): জমি জালিয়াতি সংক্রান্ত মামলায় ইডি তাঁকে গ্রেফতার করেছে, এবার পাল্টা আক্রমণ শানিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বললেন, “আমাকে সাড়ে আট একর জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সাহস থাকলে আমার নামে জমির কাগজপত্র দেখান। প্রমাণিত হলে আমি রাজনীতি ছেড়ে দেব।”
জমি জালিয়াতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন, বর্তমানে তিনি রয়েছেন ইডি হেফাজতে। আস্থা ভোটে অংশ নেওয়ার জন্য তিনি রাঁচির বিশেষ আদালতে আবেদন জানিয়েছিলেন। আদালত তাঁর আবেদনে সাড়া দেয়। আস্থা ভোটে অংশ নেওয়ার অনুমতি পেয়ে সোমবার সকালে ঝাড়খণ্ড বিধানসভায় পৌঁছে যান হেমন্ত। বিতর্কে অংশ নিয়ে গ্রেফতারির নেপথ্যে রাজভবনেরও হাত রয়েছে বলেও অভিযোগ করেন।
হেমন্ত বলেন, “৩১ জানুয়ারি রাতে দেশে প্রথম বার এক জন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল।” তার পরই তাঁর সংযোজন, “আমি বিশ্বাস করি রাজভবন এই ঘটনার সঙ্গে যুক্ত।” সরাসরি নাম না করা হলেও মনে করা হচ্ছে, তাঁর গ্রেফতারির জন্য রাজ্যপালকেই দায়ী করলেন হেমন্ত। বিজেপিকে তোপ দেখে তিনি বলেন, “যদি তাদের সাহস থাকে, তবে যে জমি আমার নাম নথিভুক্ত হয়েছে, তার নথি দেখাক। যদি (দুর্নীতি) প্রমাণিত হয়, আমি রাজনীতি ছেড়ে দেব।”