আগরতলা, ৫ ফেব্রুয়ারি : রাজ্যের চার জেলায় বিশেষ লোক আদালতে একদিনে নিষ্পত্তি হয়েছে ৫,৮১৬ টি মামলা। রবিবার সরকারি ছুটির দিনে পশ্চিম জেলা, খোয়াই জেলা, সিপাহিজলা জেলা, বিশালগড়, কমলপুর এবং লংতরাইভ্যালি আদালত প্রাঙ্গনে বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়েছিল।
এদিনের লোক আদালতে ১২টি বেঞ্চে এমভি অ্যাক্ট , টিপি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট, টিজি অ্যাক্ট সংক্রান্ত ৬,৯৫৭ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয়। এরমধ্যে নিষ্পত্তি হয়েছে ৫,৮১৬ টি মামলার অর্থাৎ একদিনের বিশেষ লোক আদালতে ৮৩ দশমিক ৫৯ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে।
লোক আদালতে পশ্চিম জেলায় ২,৩৮০ টি মামলার মধ্যে ২ হাজার ২০৮ টি মামলা, সিপাহিজলা জেলায় ২০৫৪টি মামলার মধ্যে ১৫২৫ টি মামলা, ধলাই জেলায় ১১২৩ টি মামলার মধ্যে ৭৬৯ টি মামলা এবং খোয়াই জেলায় ১৪০০ টি মামলার মধ্যে ১৩১৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। লোক আদালতে আদায় হয়েছে ৬ লক্ষ ৫৯ হাজার ২৫০ টাকা।
শেষ তিন লোক আদালত মিলিয়ে জেলা আদালত গুলিতে জমে থাকা ৫৫ শতাংশ মামলা নিস্পত্তি হয়েছে। অক্টোবরে বিশেষ লোক আদালত, ডিসেম্বরে জাতীয় লোক আদালত এবং ৪ ফেব্রুয়ারি বিশেষ লোক আদালত হয়েছে।

