চালসা, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকে মুদি দোকানে হামলা চালাল হাতি। দোকান ভেঙে সাবাড় করল যাবতীয় খাদ্যসামগ্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাত নাগাদ সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চলে আসে মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। এলাকার ফুরবা তামাং এর মুদি দোকানে হামলা চালায় হাতিটি। পাশাপাশি ননীকান্ত রায়ের বাড়ির ঘরের টিনের বেড়াও ভেঙে দেয়। পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকায় পথবাতি থাকলেও তা বহুদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পথবাতি বেহাল অবস্থায় থাকায় হাতিকে ঠিকঠাক দেখাও যায় ছিল না। দ্রুত এলাকার পথ বাতি মেরামত সহ যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।