আগরতলা, ৩ ফেব্রুয়ারি : সারা রাজ্যে ঘটা করে ট্রাফিক সপ্তাহ পালনের মাঝেই দুর্ঘটনার কবলে পড়েছেন ট্রাফিকের ডিএসপি। পণ্যবাহী গাড়ির ধাক্কায় তাঁর গাড়ি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। গোমতী জেলায় উদয়পুরে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
জনৈক ট্রাফিক কনস্টেবল জানিয়েছেন, উদয়পুরে জাতীয় সড়কে ট্রাফিকের ডিএসপি গাড়িতে যাচ্ছিলেন। সেই সময় কাকরাবন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক গাড়িতে ধাক্কা দেয়। তাতে ট্রাফিকের ডিএসপি-র গাড়ির চালক সামান্য আঘাত পেয়েছেন। গাড়িটিও অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে।

