বিএসএফের গাড়ি সাজিয়ে গাঁজা পাচারের অভিনব কায়দা, উদ্ধার ২৫ লক্ষাধিক টাকা মূল্যের শুকনো গাঁজা

আগরতলা, ৩ ফেব্রুয়ারি : বিএসএফের গাড়ি সাজিয়ে গাঁজা পাচারের অভিনব কায়দায় সকলেই হতভম্ব হয়ে গেছেন। পাচারকালে ৩৮০১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত আনুমানিক আড়াইটা নাগাদ একটি বোলেরো গাড়ি বিএসএফের গাড়ির আদলে সাজিয়ে আগরতলা থেকে কমলপুর মহকুমার অধীন দুর্গাচৌমুহনী কচুছড়া এলাকা দিয়ে যাচ্ছিল। সেইসময় দুর্গাচৌমুহনী  নাকা পয়েন্টে পুলিশের সাব ইন্সপেক্টর বাবুল মহাজন গাড়িটি দেখতে পান এবং সাথে সাথে আটক করেন। কিন্তু গাড়ির চালকসহ পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পুলিশের দাবি, ওই গাড়ির রং ছিল সবুজ। গাড়ি থেকে আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা মূল্যের শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।