নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : আম আদমি পার্টির বিধায়কদের কেনার চেষ্টা করেছে বিজেপি। কিছুদিন আগেই এমনই অভিযোগ জানানো হযেছিল অরবিন্দ কেজরিওয়ালের দলের তরফে। এবার সেই অভিযোগের বিষয়ে খোঁজ করতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে এসে পৌছল দিল্লি পুলিশ। শনিবার সকালে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকরা পৌঁছে যান অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি।
বিজেপির বিরুদ্ধে কেজরিওয়ালের দল যে অভিযোগ করেছে, তারই প্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে নোটিশ দিয়েছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। সূত্র থেকে জানা যাচ্ছে, বিধায়ক কেনা-বেচার ক্ষেত্রে কি প্রমান রয়েছে কেজরিওয়ালের হাতে সেই বিষয়ে তথ্য প্রমাণ চাইবে দিল্লি পুলিশ।