রেলের ইঞ্জিনে কাটা পড়ে মৃত্যু রেলকর্মীর 

আগরতলা, ৩ ফেব্রুয়ারি: রেলের ইঞ্জিনে কাটা পড়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। মৃত রেল কর্মীর নাম রামদেও সিং। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে বেশ কিছু সময় উত্তাল হয়ে উঠেছিল ।

জনৈক রেল কর্মীর অভিযোগ, শনিবার দুপুরে অসধাবনতার কারণে দুর্ঘটনার কবলে পড়ে ৫৮ বছরের রামদেও সিং নামে এক  রেল কর্মী। তাঁর মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল রেল স্টেশন এলাকা। তিনি বৈশালী বিহারে বাসিন্দা ছিলেন। 

তিনি আরও জানিয়েছেন, রেলের মেন্টেনেন্স কর্মী রামদেও সিং ধর্মনগর কৃষ্ণপুর এলাকার রেলের ৯৯ নম্বর ব্রিজে কাজ করছিলেন। ব্রিজ টি প্রায় ১০০ মিটার লম্বা। এই সময় খালি ইঞ্জিন দ্রুত গতিতে ব্রিজের উপরে চলে আসে। নিরুপায় রামদেও সিং বাঁচার জন্য দৌড় শুরু করলেও ব্রিজের  শেষ পাঁচ মিটার আর অতিক্রম করতে পারেননি। ইতিমধ্যে রেল ইঞ্জিনটি তাকে ধাক্কা মেরে চলে যায়।

 উল্লেখ্য রেলের মেন্টেনেন্স কর্মীদের যে পোশাক রয়েছে তাতে আলোর প্রতিফলন ঘটায় তা দূর থেকে পরিষ্কার বোঝা যায়।  কিন্তু যে রেল ইঞ্জিন চালিয়ে যাচ্ছিলেন তিনি  ট্র্যাকে কেউ রয়েছে কিনা তা লক্ষ্য না  করেই সোজা  চলে যায়। এমনকি কোন হর্ন পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ রেলের সহকর্মীদের। ঘটনার পর  মৃতদেহ আনতে গেলে রেল কর্মীরা আরপিএফকে মৃতদেহ দেয়নি। আজ ডি আর এম প্রেম রঞ্জন কুমার আসার কথা বলেন। তাই তারা মৃতদেহ নিয়ে বসে থাকে। 

 তাছাড়া তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে। ডিআরএম রেলওয়ে কর্মীদের সমস্ত দাবির  কথা শুনে এবং রেল ইঞ্জিন চালকের বিরুদ্ধে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করার  আশ্বাস দিয়েছেন।