নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর : লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিভিন্ন স্তরের সংগঠনকে শক্তিশালী করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অঙ্গ হিসেবে দুই নং মোহনপুর বিধানসভা এলাকার বিভিন্ন মোর্চার নেতৃত্বদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফটিকছড়া চা বাগানে।
এই আলোচনা সভাতে নমো অ্যাপ ব্যবহার, মন কি বাত অনুষ্ঠান শোনা এবং মানুষকে শোনানো, পিএম বিশ্বকর্মা প্রকল্প বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ, মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, মোহনপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রীনা দেববর্মা সহ অন্যান্যরা।