এমবাপে, হল্যান্ড, হ্যারি কেইনকে ছাড়িয়ে বছর শেষ হচ্ছে রোনাল্ডোর

রিয়াধ, ৩০ ডিসেম্বর (হি.স.): এ বছরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান (৫৩ গোল) নিয়েই বছর শেষ করতে চলেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শীর্ষে ওঠার পথে রোনাল্ডো পেছনে ফেলেছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড এর মতো তারকাদের। এমবাপ্পে ও কেইনের ৫২ গোল নিয়ে বছর শেষ করেছে। আর হলান্ড করেছেন ৫০ গোল। আজ রাতে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে চোট থাকায় তিনি খেলছেন না। আর যে কারণে নিশ্চিত হয়েছে রোনাল্ডোর শীর্ষে থাকা।

সুতরাং হলান্ড না থাকায় এ বছর তাঁর গোলসংখ্যা আর না বাড়ার বিষয়টি নিশ্চিত। তবে রোনাল্ডোর আরো গোল বাড়িয়ে নেয়ার সুযোগ আছে। রোনাল্ডো যদি চান তাহলে ক্লাব ও জাতীয় দলের হয়ে এ বছর নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নিতে পারেন। আজ রাতে সৌদি প্রো লিগে আল তাউনের বিপক্ষে মাঠে নামবে রোনাল্ডোর আল নাসর। এ ম্যাচে গোল করলে নিজেকে আরও ওপরে নিয়ে যেতে পারবেন রোনাল্ডো।

বছর শেষে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা রোনাল্ডোর জন্য নতুন কিছু নয়। ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব মিলিয়ে ৫ বার এ তালিকায় সবার ওপরে ছিলেন রোনাল্ডো।এই তালিকায় লিওনেল মেসি ও রবার্ট লেভানডফস্কি দুবার করে সর্বোচ্চ গোলদাতা হয়ে বছর শেষ করেছেন।