প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের আত্মাকে জাগিয়েছেন: অমিত শাহ

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের আত্মাকে জাগিয়েছেন, শনিবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি আমেদাবাদে সফরে রয়েছেন। সেখানে তিনি বলেন, রাম মন্দির ইস্যু বছরের পর বছর ধরে ঝুলে ছিল। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হবে। কাশী করিডোরও তৈরি হয়েছে। দেশে এখন শুভ সময়। ভারতের অর্থনীতি বিশ্বে পঞ্চম স্থানে পৌঁছে গিয়েছে। দেশের আত্মাকে জাগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার আহমেদাবাদ সফরে রয়েছেন। সেখানে তিনি বলেন, ২০৪৬ সালে যখন দেশ স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে, তখন ভারত বিশ্বের সেরা দেশ হবে। ২০২৪ সালে নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করুন বলেও এদিন উল্লেখ করেন অমিত শাহ। ২০২৭ সালে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। আমেদাবাদে তিনি শ্রী স্বামীনারায়ণ গুরুকুল বিশ্ববিদ্যা প্রতিষ্টানম (এসজিবিপি)–তে শ্রী পুরানী স্বামী স্মৃতি মহোৎসবে যোগ দিতে এসেছিলেন । এই মহোৎসবে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্বামীনারায়ণ সম্প্রদায়ের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, স্বামীনারায়ণ গুরুকুল সারা দেশে ভালো নাগরিক তৈরি করেছে, যারফলে দেশ উপকৃত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলি পরাধীন ভারতে মানুষকে সনাতন ধর্মের সাথে যুক্ত রাখার জন্য কাজ করেছে। স্বামীনারায়ণ সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। গুজরাটে এধরনের প্রতিষ্ঠান না থাকলে এখানে শিক্ষা সংক্রান্ত কাজ করা কঠিন হয়ে যেত। এখানে সার্বজনীন শিক্ষা অভিযান অসম্পূর্ণ থেকে যেত।