ফিরে দেখা : বিশ্ব ক্রীড়াঙ্গন

ফিরে দেখা : বিশ্ব ক্রীড়াঙ্গন
কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): দেখতে দেখতে শেষ হতে চলল ২০২৩ সাল। নতুন বছরকে এবার স্বাগত জানানোর পালা। ফেলে আসা বছরটায় খেলাধুলার নানা ক্ষেত্রে এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে যা বছর শেষে স্মৃতিতে থেকে যায়। তেমনই ক্রীড়া ক্ষেত্রেও ২০২৩ সাল ছিল কিছু সেরা ইভেন্ট। বছর শেষে সেই সকল ইভেন্টগুলির দিকে আরও একবার ফিরে দেখা যাক।

জানুয়ারি:

**দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে খেলার পরেই পেশাদার টেনিস থেকে অবসর নিলেন সানিয়া মির্জা।
**মহিলাদের প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে শেফালি বর্মারা ৭ উইকেটে হারালেন ইংল্যান্ডকে। প্রথম ব্যাট করে ইংল্যান্ড ১৭.১ ওভারে করে ৬৮ রান। জবাবে ভারত ১৪ ওভারে করল ৩ উইকেটে ৬৯ রান।
ফেব্রুয়ারি:
মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।২০১০ সাল থেকে টানা ছ’বার বিশ্বকাপ জিতল আজিরা।ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

মার্চ:

**বেঙ্গালরুকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান সুপার জায়ান্ট।ম্যাচের সেরা দিমিত্রি পেএতোস।
এপ্রিল:
**২এপ্রিল ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি।

**ইতিহাস তৈরি করলেন সাত্ত্বিক সিরাজ এবং চিরাগ শেটি জুটি। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন এই দুই শ্যাটলার। শুধু তাই নয় প্রথম ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তারা।

মে:

**গুজরাট টাইটান্সকে হারিয়ে এবারে আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। এই নিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে।প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন শুভমান গিল।
**খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে ২০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী চার হাজারেরও বেশি ক্রীড়াবিদ
উত্তরপ্রদেশে গত ২৫ মে থেকে ৩জুন পর্যন্ত আয়োজিত খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে২১টি ক্রিয়া ইভেন্টে অংশ নিতে একত্র হন।উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জুন:

**পরপর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও জয় পেতে ব্যর্থ ভারত।ওভালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে পরাজিত রোহিত বিরাটরা।ম্যাচের নায়ক টেভিস হেড।
**ট্রফি কেবিনেটে একটি চ্যাম্পিয়নস লিগ যোগ করতে তীর্থের কাকের মতো অপেক্ষা করেছিল ম্যানচেস্টার সিটি।এবছর চাপিয়ে গেছে সিটি।ইন্টার মিলনকে এক গোলে হারিয়ে নিজেদের প্রথম চ্যাম্পিয়নশিপ লীগ শিরোপা জিতে নিয়েছে
গার্ডিওয়ালার দল।পাশাপাশি এফ এ কাপও প্রিমিয়ার লিগ জিতে ঐতিহাসিক টেবল নিশ্চিত করে তারা।এরপর উয়েফা জিতে ষোলকলা পূর্ণ করেছে সিটি।
জুলাই:
ইউরোপের ক্লাব ফুটবলকে বিদায় বলেন আর্জেন্টাইন লিটিল ম্যাজিশিয়ান লিওনেল মেসি। ২০২৩ সালে জুলাইয়ের মাঝামাঝিতে সব জল্পনা কল্পনা গুড়িয়ে আমেরিকার মেজর লীগ সকারের ক্লাব ইন্টার

মায়ামিতে নিজের নাম লেখান লিও।

**বেঙ্গালুরু সাফ ফুটবলের ফাইনালে নির্ধারিত সময়ে কুয়েতের সঙ্গে ১-১ ড্রয়ের পর টাইবেকারে ভারত পরাজিত হয়।

আগস্ট:

**মেয়েদের ফুটবলে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।সিডনিতে ফিফা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
**নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স
চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করলেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন।ফাইনালে তার সেরা থ্রু ছিল ৮৮.১৭ মিটার।
**অনেক লড়াই করেও হলো না স্বপ্ন পূরণ।ভারতের তরুণ দাবাড়ু আর প্রজ্ঞানন্দের।দাবা বিশ্বকাপের ফাইনালে টাই ব্রেকারে ম্যাগনস কালসেনের কাছে হার হল ভারতীয় গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দের।বড় মঞ্চে বিশ্বে পয়লা নম্বর দাবাড়ু ও পাঁচ বারের বিশ্বজয়ী
কালসেনের অভিজ্ঞতার কাছেই যেন থামলো প্রজ্ঞানন্দের স্বপ্নের দৌড়।
সেপ্টেম্বর:
**এশিয়া কাপ ফাইনালে জয় হল ভারতের।মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা। মোহাম্মদ সিরাজ একাই তুলে নেন ৬টি উইকেট।ম্যাচের সেরা মোহাম্মদ সিরাজ(৬/২১) এবং সিরিজ সেরা কুলদীপ যাদব।

অক্টোবর:

**এশিয়ান গেমসে ১০৭টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করল ভারত।এরমধ্যে ২৮ টি সোনা,৩৮ টি রুপো এবং ৪১ টি ব্রোঞ্জ। এবারের এশিয়ান গেমসে ভারত পেল সেরা সাফল্য। ২০১ টি সোনা সহ ৩৮৩ টি পদক নিয়ে প্রথম স্থানে শেষ করে চীন।
**২৩ অক্টোবর ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিষেন সিং বেদি।
**অষ্টমবার ব্যালন ডি ‘অর জিতলেন মেসি।কাতার বিশ্বকাপের পরেই এই পুরস্কার জেতার দাবিদার ছিলেন তিনিই। হল্যান্ড ও
এমবাপেকে পিছনে ফেলে মেসি জিতলেন ব্যালন ডি’অর।
নভেম্বর:
**আবারো স্বপ্নভঙ্গ! বিশ্বকাপ ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।টানা দশ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। কিন্তু ফাইনালে জয় পেতে ব্যর্থ রোহিত এন্ড কোম্পানি। ১৩৭ রান করে ভারতের থেকে একাই ম্যাচ ছিনিয়ে নিয়ে যান ট্রাভেস হেড। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন বিরাট কোহলি।বিশ্বকাপে ৭৬৫ রান করেন বিরাট কোহলি।

ডিসেম্বর:

**অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের।
**দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ১-১ থাকলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজ ভারত জয় করেছে ২-১এ।
**বছরের শেষ কটা দিন ছিল ভারতীয় ক্রিকেটের কাছে খুবই লজ্জার। দক্ষিণ আফ্রিকার কাছে সেঞ্চুরিয়ানের প্রথম টেস্টে ভারতকে হারতে হয়েছে এক ইনিংস ৩২ রানে। গত
দু ‘বছরে ভারতীয় ক্রিকেট এমন ভাবে হারেনি।
হিন্দুস্থান সমাচার।