ফিরে দেখা ২০২৩, বিষয় : সড়ক ও অন্যান্য দুর্ঘটনা

গুয়াহাটি, ৩০ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে চলে গেল আরও একটি বছর, ২০২৩। বিদায়ী এক বছরে গোটা বিশ্ব তথা ভারতে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২৩-এর ফ্ল্যাশব্যাকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির জীবনাবসানে সম্পর্কিত খবর, যেগুলো স্মৃতিতে অমোঘ হয়ে আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার …

গুয়াহাটি, ৫ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটির ক্ষেত্ৰি এলাকার সোনাপুরে সংঘটিত ভূমিধসে মৃত্যু হয়েছে জনৈক ব্যক্তির। নিহত ব্যক্তিকে দীপক বরুয়া বলে শনাক্ত করা হয়েছে।

শিলং, ১০ জানুয়ারি (হি.স.) : মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলার মাওবাহে সংঘটিত অগ্নিকাণ্ডে নিখোঁজ দুই শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে।

আইজল, ১৬ জানুয়ারি (হি.স.) : মিজোরামের রাজধানী আইজলের দক্ষিণ উপকণ্ঠ মেলথুম এলাকার খিয়াংচাওলে সংঘটিত সড়ক দুর্ঘটনায় চাকমা স্বশাসিত জেলা পরিষদের দুই সদস্য সহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতদের সিএডিসি-সদস্য ৩৮ বছর বয়সি চরণসিং চাকমা, ৪০ বছরের মহেশবরণ চাকমা (সিএডিসি-সদস্য) এবং বছর ৪৬-এর বানোসান্দ্রো তংচঙ্গ্যা বলে শনাক্ত করা হয়েছে।

মরিগাঁও (অসম), ১৬ জানুয়ারি (হি.স.) : মরিগাঁও জেলার অন্তর্গত ধরমতুল থানা লাগোয়া ৩৭ নম্বর জাতীয় সড়কে আজ সোমবার সকালে সংঘটিত এক ভয়ংকর সড়ক দুর্ঘটনায় তিন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। অরুণাচল প্রদেশে অবস্থিত তীৰ্থস্থান পরশুরামকুণ্ড দৰ্শন করে গুয়াহাটিতে নিজেদের বাড়িতে যাওয়ার দুর্ঘটনাটি ঘটেছে।

নংপোহ (মেঘালয়), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : মেঘালয়ের রিভোই জেলার হাইওয়েতে বেলা ২:৩০ মিনিট নাগাদ সংঘটিত যাত্রীবাহী একটি বলেরোর সঙ্গে সিমেন্ট-বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ছয় জনের। এতে বলেরোর তিন পুরুষ এবং তিন মহিলা সহ ছয় যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। বলেরোর ছয় যাত্রীর মধ্যে তিনজন নান, একজন প্রিস্ট, একজন ডেকন এবং ড্রাইভার ছিলেন। তারা অসমের বঙাইগাঁয়ের একটি মিশনারি স্কুলে কর্মরত ছিলেন।

রঙিয়া (অসম), ২৩ এপ্ৰিল (হি.স.) : বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন বাবা ও মেয়ে।

গুয়াহাটি, ১৭ মে (হি.স.) : এদিন ভোররাত (১৬ মে) প্রায় দুটা নাগাদ নগাঁও জেলার জখলবন্ধার সরুভাগিয়া গ্রামের কাছে ৩৭ নম্বর জাতীয় সড়কে অসম পুলিশের সাব-ইনস্পেক্টর জুনমণি রাভার গাড়ির সঙ্গে একটি কনটেইনার ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় জুনমণির।

আগরতলা, ২৮ জুন (হি.স.) : উল্টো রথের দিন ইসকন-এর রথ ৩৩ কেভি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এলে তিন শিশু সহ সাত জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ছিলেন বাবা ও ছেলে। আহত হয়েছেন অন্তত ১৬ জন। নিহতদের সীমা পাল (৩৩), সুস্মিতা বৈশ্য (৩০), রূপক দাস (৪০), সোমা বিশ্বাস (২৮), রোহন দাস (৯), শান মালাকার (৯)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রূপক দাস এবং রোহন দাস সম্পর্কে বাবা-ছেলে বলে শনাক্ত করা হয়েছে।

আইজল, ২৩ আগস্ট (হি.স.) : মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে এদিন সকাল প্রায় ১১টা নাগাদ মর্মান্তিক এক দুর্ঘটনায় ভৈরবী (দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলা সীমান্ত) থেকে মিজোরামের সাইরাং (আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে) সংযোগকারী কুরুং নদীর ওপর নির্মীয়মাণ রেলওয়ে সেতু ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ১৭ জন রেল কর্মী ও শ্রমিক।

বোকাজান (অসম), ১৮ ডিসেম্বর (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত ধনশিরি মহকুমার সীমান্তবর্তী কার্বি আংলং জেলাধীন বড়পথার থানা এলাকার হলৌখোয়ায় ৩৯ নম্বর জাতীয় সড়কে এদিন সকালের দিকে সংঘটিত এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মহিলা সহ চার ব্যক্তির। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও চারজন৷ হতাহতদের সাত জন নাগাল্যান্ড এবং একজন অসমের রাজধানী গুয়াহাটির বাসিন্দা।

ইটানগর, ২৩ ডিসেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশের ক্রা দাদি জেলার বুকচিরে প্রবাহিত এক নদীতে যাত্রীবাহী একটি টাটা সুমো পড়ে গেলে এক নাবালক সহ চারজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও নয়জন। ঘটনা এদিন সকাল প্রায় ৮:৪৭ মিনিট নাগাদ সংঘটিত হয়েছে।

তেজপুর (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : অসমের শোণিতপুর জেলায় এদিন রাতে এক সংগীতানুষ্ঠান থেকে ফেরার সময় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা যথাক্রমে বিপুল দাস, কাসিম আলি, রস ইসলাম, দেবজিৎ বসুমতারি এবং সাংফার বসুমতারি।

(আরও অন্য বিষয়ের খবর পরবর্তীতে)