অযোধ্যা ধাম জংশন রেলস্টেশনের উদ্বোধন; দু’টি অমৃত ভারত ও বন্দে ভারত ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী

অযোধ্যা, ৩০ ডিসেম্বর (হি.স.): যাবতীয় প্রতীক্ষার অবসান, উত্তর প্রদেশের অযোধ্যায় বিশ্বমানের অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অযোধ্যা রেলস্টেশনটি নতুন করে সাজানো হয়েছে। সংস্কার করা হয়েছে গোটা স্টেশন।

শনিবার প্রধানমন্ত্রীর হাতে নতুন রূপে সেই স্টেশনের সূচনা হয়েছে। এ ছাড়া, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে আরও কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। এদিনই অযোধ্যা থেকে সবুজ পতাকা নেড়ে ছ’টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এবং দু’টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী।