কিশনগঞ্জ, ৩০ ডিসেম্বর (হি. স.) : বিহারের কিশনগঞ্জের দিঘলব্যাংক এলাকার নেপাল সীমান্তে শুক্রবার গভীর রাতে এসএসবির ১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা দুটি পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ ও ইউরিয়া সার বাজেয়াপ্ত করে। তবে দুটি ঘটনায় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
শুক্রবার রাতে এসএসবি ডুব্বাটোলি বিওপি’র কাছে বিদেশি মদ বাজেয়াপ্ত হয়। জানা গিয়েছে, ২০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত একই এলাকায় এসএসবি’র অভিযানে প্রায় ২০০ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত হল। এই মদ নেপাল থেকে ভারতে পাচার করা হচ্ছিল। মদ দিঘলব্যাংক পুলিশের হেপাজতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে দিঘলব্যাংকের পুরোনো বাজার এলাকায় আট বস্তা ইউরিয়া সার নেপালের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেইসময় সহায়ক কমান্ডান্ট প্রিয়রঞ্জন চাকমার নেতৃত্বে টহলরত দল সীমান্তে ওই সার বাজেয়াপ্ত করে। তবে পালিয়ে যায় পাচারকারীরা। এসএসবি নিরন্তর রাতে এলাকায় টহল দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

