প্রবল ঠান্ডায় জমে যাচ্ছে ডাল লেক, শৈত্যপ্রবাহ ও কুয়াশায় জনজীবন প্রভাবিত শ্রীনগরে

শ্রীনগর, ৩০ ডিসেম্বর (হি.স.): প্রবল শৈত্যপ্রবাহে রোজই স্বাভাবিক জনজীবন প্রভাবিত হচ্ছে কাশ্মীরে, মাত্রাতিরিক্ত ঠান্ডার মধ্যে কুয়াশা জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলছে। রাতের তাপমাত্রায় সামান্য উন্নতি হলেও, কাশ্মীর উপত্যকায় শনিবারও শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সকালের ঘন কুয়াশা উপত্যকায় পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ২.৫ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৪.১ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও লাদাখের লেহ-তে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস, কার্গিলে মাইনাস ৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং দ্রাসে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস।