মধ্যপ্রদেশে বিষ খেয়ে আত্মঘাতী যুগল

ধর, ৩০ ডিসেম্বর (হি. স.) : মধ্যপ্রদেশের ধর জেলার ধামনোদ থানা এলাকায় শুক্রবার রাতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে এক যুবক ও এক তরুণী। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মনে করা হচ্ছে প্রণয় ঘটিত কারনে দুজনে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

ধামনোদ থানার ইনচার্জ সমীর পতিদারের মতে, পায়েল এবং সুরেশ সালিয়া গুজরি গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে দু’জন মাঠের মধ্যেই বিষ খায়। শনিবার সকালে উভয়ের মরদেহ মাঠের মধ্যে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশের তরফে জানানো হয়েছে, এটি প্রাথমিকভাবে প্রেমঘটিত ভয়ে আত্মহত্যা। পুলিশ সব দিক থেকে ঘটনার তদন্ত করছে। শনিবার সকালে পায়েলের মৃত্যুর খবর শুনে তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।