মালদায় বহুতল আবাসনে আগুন

মালদা, ৩০ ডিসেম্বর (হি.স.) : মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল মালদা শহরে। শনিবার দুপুরে ওই আবাসনের নীচতলায় আগুন ধরে যায়। ধোঁয়া বেরোতে দেখে হইচই পড়ে যায়। তড়িঘড়ি দমকলে খবর দেন আবাসনের বাসিন্দারা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, ওই আবাসনের নীচতলায় সমস্ত ইলেকট্রিক মিটার, জেনারেটর ও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। শর্টসার্কিটের জেরে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে বিদ্যুৎ দফতরের কর্মীরা।