৫০০ বছরের অপেক্ষার অবসান হচ্ছে : যোগী আদিত্যনাথ

অযোধ্যা, ৩০ ডিসেম্বর (হি.স.) : অযোধ্যায় জনসভায় ভাষণ দিতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী বলেছেন, ৫০০ বছরের অপেক্ষার অবসান হচ্ছে। ২২ জানুয়ারি ভগবান নির্মাণাধীন রাম মন্দিরের গর্ভগৃহে উপবিষ্ট হবেন শ্রী রাম ।

তিনি বলেন, আজ নতুন ভারতের নতুন অযোধ্যা দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে অযোধ্যা নতুন পরিচয় পেয়েছে। অযোধ্যায় সব ধরনের সুযোগ-সুবিধা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আশীর্বাদে অযোধ্যার রেলস্টেশন ও আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হয়।

যোগী বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয়েছে মহর্ষি বাল্মীকির নামে। ২২ জানুয়ারি অযোধ্যায় অতিথিদের স্বাগত জানাতে আমাদের প্রস্তুত থাকতে হবে।

কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের আত্মার শিখা। এখান থেকে প্রতি বছর ১০ লাখ যাত্রী চলাচল করবে। ভারত ও বিদেশের বড় প্লেন এখন অযোধ্যা শহরে অবতরণ করতে পারবে। যেখানে প্রধানমন্ত্রীর হাত ধরে ট্রেনের যাত্রা শুরু হয়েছে। আগামী দিনে অযোধ্যা, মুম্বই, ব্যাঙ্গালুরু ও কলকাতা অযোধ্যার সঙ্গে যুক্ত হবে।

এই অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব, কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী জেনারেল ভি কে সিং, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সূর্য প্রতাপ শাহী এবং স্থানীয় সাংসদ লাল্লু সিং বিশিষ্টভাবে উপস্থিত ছিলেন।