আগরতলা, ২৯ ডিসেম্বর : আজ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ১২ ঘণ্টার বনধ ডাকল তিপ্রা মথা। কিন্তু বনধের তেমন কোন সাড়া লক্ষ্য করা যায় নি।
প্রসঙ্গত, বেলবাড়ির গোবিন্দ হলে যুব মোর্চার সাংগঠনিক বৈঠকে তিপ্রা মথা দলের কর্মীরা আচমকা হামলা চালায়। এতে ৬ জন আহত হয়। বুধবারের বেলবাড়ির ঘটনার রেশ কাটতে না কাটতেই খুমলুঙ সিন্ডিকেটে তিপ্রা মথার তিনটি বাইক ও একটি অটো ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি সোনামণি পাড়ায় তিপ্রা মথা দলের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ খুমলুঙ, বেলবাড়ি, টাকারজলা সহ বিভিন্ন এলাকায় তিপ্রা মথা দলের কর্মীদের বাড়িতে যুব মোর্চার কর্মীরা আক্রমণ চালিয়েছে।
তাই শুক্রবার তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুোৎ কিশোর দেববর্মনের নির্দেশে শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছিল ১৭ জন্মজয়নগর-পেকুয়ার জলার এম ডি সি গণেশ দেববর্মা সহ তিপ্রা মথা দলের কর্মীরা। সে অনুযায়ী বনধ পালন করা হয় এডিসি এলাকায়। কিন্তু বনধের তেমন কোন সাড়া লক্ষ্য করা যায় নি। তবে খুমুলুঙে পিকেটিং -রা রাস্তায় দাঁড়িয়ে ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়। এদিকে চম্পকনগর ও জম্পুইজলায় পথ অবরোধ করে পিকেটাররা।
এদিন মোট ১৯ টি এডিসি ভিলেজ এলাকায় বনধের ডাক দেওয়া হলেও তেমন কোন প্রতিক্রিয়া দেখা যায় নি। জনজাতি মিশ্র এলাকায় দোকান পাট ও গাড়ি চলাচল বন্ধ ছিল। যাইহোক এদিন জরুরি পরিষেবার সাথে যুক্ত যান বাহন ও দোকান পাট এই বনধের বাইরে ছিল। তবে সকাল থেকে এডিসি এলাকাগুলিতে বাড়তি নিরাপত্তা কর্মী মোতায়েন করা ছিল। বনধ ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই বলা চলে।

